মারুফা আক্তার :
সম্মান……
সে তো এক মহান আল্লাহর দান !
শোন হে মুমিন মুসলমান,
টাকায় কেনা যায় না সম্মান,
যেনে রেখো তোমরা বিশ্ববাসীগণ,
সম্মান…….
সে তো এক মহান আল্লাহর দান।
আজ কাল অনেকে বলে ভাই রে….
দুনিয়াতে এখন সম্মান দেয় না কেউ কাহারে।
তবে কি জান তোমরা?
সম্মান……..
সে তো আজও আছে পৃথিবীতে ভরা?
সম্মান পাওয়া বড়দের-ই শুধু অধিকার নয়,
ছোটদের ও সম্মান দিয়ে কথা বলতে হয়,
এটা অনেকের -ই হয়তো জানা নয়।
তাই আমরা সম্মান পেতে চাই ভুরি ভুরি,
দেবার বেলায় – ই শুধু অহংকার করি।
তাই তো আমরা বলি….
সম্মান……
সে তো ভূবন থেকে গিয়েছে চলি।
চাইলেই সম্মানিত হওয়া যায় না,
ভালোবাসলেই তাকে পাওয়া যায় না,
যদি মহান আল্লাহ না চান,
সম্মান…….
সে তো এক মহান সৃষ্টিকর্তার দান !
সম্মান…
সে তো এক পরম করুণাময় মহান আল্লাহর দান !
মারুফা আক্তার
এম.এড শিক্ষার্থী
টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুর।
অসংখ্য ধন্যবাদ।