সাহারা আক্তার রুমি :
কখনো তুমি স্রোতের টানে ভেসে ভেসে আমার তীরে
হয়তো সময়টা ছিলো ভাটাময়
তুমি তখন মুখোশের আড়ালে
আবার কখোনো তুমি জোয়ারের স্রোতে গা ভাসিয়ে তোমার রঙ্গলীলার দেশে, আপন ছদ্মবেশে।
তুমি তো সময়ের স্বার্থপর!
স্বার্থ নিয়েই তোমার এই জোয়ারভাটার খেলাঘর।
কখনো এই আমি তোমার বাহুডোরে বন্দি
কিন্তু তোমার চোখ সেতো অন্য ছলনার সাথে করছে সন্ধি।
মাঝে মাঝে আমায় তুমি আপন মনে ভাবো
কিন্তু সময় কি জানে?ও মনের চৌকাঠে যে আমার পা-ই পড়েনি
সেখানে শত, সহস্র পায়ের আনাগোনা
প্রতিহিংসার দাবানলে স্বার্থের বীজ বোনা
প্রদ্বীপ শিখা জ্বেলে সেখানে কতো রঙ্গলীলা
জোয়ারভাটার যাতাকলে যেখানে সর্বময় আমার অবহেলা।
সত্যিই, তুমি সময়ের স্বার্থপর!
স্বার্থ নিয়েই তোমার অবিরাম চলাচল
এই স্বার্থপরতাই একদিন গ্রাস করবে তোমাকে
হয়তো সেদিন যন্ত্রণার দাবানল তোমায় কুড়ে কুড়ে খাবে
আর সেখানে রচিত হবে আমার অবহেলার কাব্য।
সত্যিই,তুমি কি সময়ের স্বার্থপর?
তোমার আষ্ঠে পৃষ্ঠে কি শুধুই স্বার্থ নামক তাসেরঘর!
সাহারা আক্তার রুমি
গ্রাম +পোস্টঃ কৃষ্ণকাঠী
উপজেলাঃ বাকেরগঞ্জ
জিলাঃ বরিশাল।