সুখের অপেক্ষা

আরিফুর রহমান 
.
রং বে রং এর মোহে পরে আছে জীবন,
চাকচিক্য আর বহুরূপী মিছে এ ভূবণ।
.
হতাশা, আর্তনাদ, ডিপ্রেশন এই জীবন গাড়ি,
বেঁচে থাকা বেঁচে থাকা নয়, যেন মৃত্যু ফাঁড়ি।
.
রক্তে রঞ্জিত, স্রোতময়, কাঁটাযুক্ত জীবন পথ, স্বার্থ জড়িত পৃথিবীতে
মিলানো দায় একজোড়া বিশ্বস্ততার হাত।
.
মুক্তির সত্যেতা খুঁজে পাওয়া দুষ্কর,
যুক্তির বেড়াজালে গড়ে ওঠে মিথ্যের ভাস্কর।
.
ঘুম ভাঙতেই শোনা যায় অন্যায় অবিচার,
নিত্য রাতের আঁধারে ঘটে যায় কত ব্যাভিচার।
.
মানুষ যে আজ বড্ড ক্লান্ত, কে শুনাবে সুখের গান।
অকালেই ঝরে পরে  কতো অগণিত  তাজা প্রাণ।
তবু দিন শেষে খুঁজে ফিরে সকলে সুখের ই সন্ধান ।
.
স্বপ্নেরা অবিরত ছুটতে থাকে লক্ষ্যেরই পানে,
সুখের পতাকা উড়বে কবে কে বা তা জানে।
.
আরিফুর রহমান
বিবিএ ২য় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল।
গ্রামঃ নরকাঠী, পোস্টঃ সিংহেরকাঠী, থানাঃ বন্দর, জেলাঃ বরিশাল।
০১৮৩১৮২৯২১৩

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *