এরশাদ সোহেল ।।
.
এ শহর নিস্তব্ধ, সব আছে-
শুধু তুমি নেই,
কীর্তণখোলার ঢেউ, যান্ত্রিক সুর ছাড়া।
বুকের টিক টিক শব্দটা ক্রমশ বেড়েই চলেছে
তবুও হাটছি অন্তর্হীন গন্তব্যে ।
চারদিকে শূণ্যতা, শহরের অলি-গলিতে
নেই কোন স্বস্তির আবাস।
.
এ শহর আজ অন্তঃসারশূণ্য, সবই আছে-
শুধু মায়া নেই,
আছে হৃদ মন্দিরের শূণ্য পূজারী।
ষোল বছরের অতীতের খোঁজে ,
ব্রজবাবুর পাঠশালায় ও সুন-সান নিরবতা
বৈশাবীর কৃষ্ণচূড়ার লাল-সাদার অপূর্ব কম্ভিনেশন ও মুছে গেছে আজ।
.
আলোময় এ শহরে আজ নিকশ কালো অন্ধকারে
ভয়ার্ত নিরবতা।
বুকের গহীনে একাকীত্বের হাহাকার।
কিশোরী, ষোড়শী, যুবার নিরব পদচারণা
সবই আছে।
শুধু তুমি নেই!
.
তোমার শহরে নন্দিনীকে দেখাবে আলোর পথ,
ফেলুদা বেশে কেড়ে নেবো
এ আমার শেষ আমানত ……
সুন্দর লেখা। শুভকামনা, কবি
অসাধারণ বন্ধু, এগিয়ে যাও। ২০ প্লাস আমি নিস্তব্দ,বাকরুদ্ধ।থাক সে বেইমানীনির কথা।সুন্দর লিখণি।
থ্যাংকস বন্ধু।
ধন্যবাদ @শাহানাজ আপা।
অসাধারণবন্ধ,
রবি চৌধুরীর একটা গানের কলি!!! আমার বন্ধুরা তোমার নাম রেখেছে কাল নাগিণী।বিষেঁর কাটা ছিল মনে আগে বুঝিনি!!!!!!!”😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
অসাধারণ কবিতা। কবির জন্য শুভ কামনা রইলো। ভালোবাসা অবিরাম
ধন্যবাদ ।
অসাধারণ লেখনী।
শুভকামনা রইলো শ্রদ্ধেয় ভাই।
ধন্যবাদ।
মামা, অসাধারন হয়েছে, খুব ভালো লাগলো
A poem that touches the heart💔
Best of ur luck dear uncle❤