মুহাম্মদ নোমান ।।
.
বৃক্ষের দিকে যখন তাকাই,
ভাবতে অবাক লাগে!
পুরান পাতা ঝড়ে যায় ,
মনে প্রশ্ন জাগে।
.
আকাশ পানে যখন তাকাই,
নীল কেনো লাগে
এত বিশাল আকাশ কেমনে
খুঁটি ছাড়া থাকে!
.
সূর্যের দিকে যখন তাকাই,
রৌদ্র নিয়ে ভাবি!
সূর্য থেকে চাঁদের আলো,
সূর্যই চাঁদের চাবি।।
.
রাত নামলে মনে হয়,
আধার কেনো কালো!
দিনের বেলায় সবই সাদা,
সূর্যের কিরণে আলো।।
.
মেঘের গর্জন যখন শুনি,
অপলকে দেই দৃষ্টি!
সকল কিছুই স্রষ্টার নিয়ামত,
মুষলধারে বৃষ্টি।।
.
স্রষ্টার সৃষ্টি কতো শৃঙ্খল,
নিয়মমাফিক ঘটে!
সকল সৃষ্টির জীবনযাপনে,
মুখে হাসি ফোটে।।
.
ঘুমের সময় প্রশ্ন জাগে,
ভাঙ্গেনা যদি ঘুম!
এই ঘুমই কিয়ামত পর্যন্ত,
সকালে কান্নার ধুম।।