শাহীন কামাল ।।
এমপি হলে টাকাপয়সা তরতরিয়ে বাড়ে
লোকজন তাই ভোটে খাড়ায় বুঝতাছি এইবারে।
.
লাখপতির কোটি টাকা যেন হাতের তুড়ি
তাদের বাড়ির আশপাশে টাকার উড়াউড়ি।
.
অল্প দামে জমি কেনেন -উপহার পান সোনা
হাজার টাকা সোনার ভরি! যাচ্ছে তাও শোনা।
.
টক শো করে টাকা জমান, ধনী মাছের চাষে
টাকার গাড়ি চলতে থাকে তাদের আশেপাশে।
.
সাহেব থেকে বিবি ধনী- নাই যদিও আয়
কেমন করে কোথায় তারা এত টাকা পায়!
.
হলফনামার তথ্য দেখে উথাল পাথাল ভাই
মাল বাড়াব বহুগুণে মেশিন কোথায় পাই?
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

ছেলে আমার এম্পি হবে ভাই
ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার দরকার নাই
ডাক্তার ইঞ্জিনিয়ার কর্মচারী
এমপি হলেন মালিক
ময়না টিয়া চাওয়া রাইখা
কেন চাইবেন শালিক?