হিজাব দিবস

এস এম ফকরুল রিয়াজ

হে মুসলিম নারী
তুমি বেখবর,
১ই ফেব্রুয়ারি হিজাব দিবস।
তুমি আগ থেকেই খবর রাখো
১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।
তাহলে বলবোই আমি,
তোমার বিবেকের হয়েছে অবস।
তুমি মুসলিম সংস্কৃতি হিজাব দিবস ভুলে,
১৪ই ফেব্রুয়ারি ভিন জাতির বেহায়া সংস্কৃতি, ভালোবাসা দিবস পালনের নামে
নিজের ভূষণ দিচ্ছ খুলে।

তোমার জানা কী নেই ?
মুসলিম নারীর হিজাবই ছিলো,
সম্মান আর ইজ্জতের মূলে।
তুমি ছেড়েছ হিজাব,
বেড়েছে জিনা
তাই নেমেছে গজব
কি আজব!
আধুনিকতার নষ্ট ছোঁয়া পেতে,
তুমি বিধর্মীর বেহায়া সংস্কৃতিতে উঠছো মেতে।
তুমি ভুলে যেওনা দুনিয়া ক্ষণস্থায়ী,
পৃথিবীর মায়া একদিন সবার হবে ছেড়ে যেতে।

এস এম ফকরুল রিয়াজ
গুঠিয়া,উজিরপুর,বরিশাল।

আরো পড়ুন

শিশু 

মো. এমরান তালুকদার।। আমি ছোট্ট শিশু- নামটি আমার মিশু। পড়ছি আমি অ, আ- শিখছি মায়ের ভাষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *