হৃদয়ের চোখ

আরিফুর রহমান 
.
আমি ঝর্ণা বর্ষিত হতে দেখিনি,
ঝর্ণার বয়ে চলা নোনা জলে পাহাড়ের বুক চিরে ক্ষত বিক্ষত হতে দেখেছি।
.
আমি সাগরের অথৈ জল দেখিনি,
লাখো কোটি ঢেউ কে উচ্ছ্বাসিত শব্দ হয়ে নিমিষেই হারাতে দেখেছি।
.
আমি মেঘ দেখিনি,
ভারী মেঘের গর্জন দিয়ে, অজস্র জলের অবিরাম কান্না দেখেছি।
.
আমি নদী ভাঙ্গন দেখিনি,
ভাঙ্গনে নি:স্ব মানুষগুলোর করুন দৃশ্য শুনেছি।
.
আমি পথ শিশু দেখিনি,
ক্ষুধার জ্বালায় ভারী বুকের হাহাকার শুনেছি।
.
আমি ডিপ্রেশনে ভোগা মানুষ দেখিনি,
অকালে ঝরে পরা সন্তানের, মায়ের বুক ফাটা কান্না শুনেছি।
.
আমি বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি,
রক্তে রঞ্জিত, রক্তিম হওয়া পথের কথা শুনেছি।
.
আমি ধর্ষিতা মা বোনের হৃদয়বিদারক কান্নার অশ্রু দেখিনি,
নরপিশাচ, কাপুরুষের বিবেকহীনতা দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *