মোঃ ইমদাদুল ইসলাম
কেমনে তুমি অমন করে
ময়লা কাদায় যাও?
পঁচা বাসি নষ্ট খাবার
কেমন করে খাও?
পোশাক কেন জীর্ণ তোমার
শীর্ন কেন দেহ?
আদর করে বুকে তোমায়
নেয়না কেন কেহ?
আমরা যখন বইয়ের পাতায়
স্বপ্ন নিয়ে খেলি।
তুমি কেন প্যাডেল ঘুরাও
কলম খাতা ফেলি?
মায়ের কোলে সবাই যখন
নিজের পড়া পড়ে।
বস্তা কাঁধে ছুটছো তুমি
রোদ বৃষ্টি ঝড়ে।
আমার মত লক্ষ শিশু
কত স্বপ্ন বোনে।
বড় হওয়ার স্বপ্ন কি আজ
জাগে তোমার মনে?
বুকে আমার স্বপ্ন হাজার
পাইনা কোথাও ঠাই
পথের শিশু বলে আমি
পথেই থেকে যাই।