কবি সুফিয়া কামাল

সুয়েজ করিম
.
বঙ্গ নারীর আলোর প্রতিক,
পথ হারাদের দেখাল দিক,
কোনটা বেঠিক কোনটা সঠিক,
কবি সুফিয়া কামাল।
.
রান্না ঘরে বন্দি নারী,
শিকল ভেঙ্গে ফেল উপাড়ি,
দিল তারা আকাশ পাড়ি,
এযে নতুন মহাকাল।
.
চোখ খুলে সব দেখল তারা,
ছিল যারা পিছন পরা,
শিক্ষা বিহীন ছন্নছাড়া,
আনল রঙ্গিন এক সকাল।
.
সাঁঝের মায়ায় তব ছবি,
জাগরণের মহা কবি,
অন্ধকারে আলোর রবি,
জন্মেছিলে বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *