সুয়েজ করিম
সপ্তাহের শেষ দিন , আজ শুক্রবার,
নাসিকায় মৌ মৌ ঘ্রাণ পোলাও রাঁধার।
পাশের ভবন থেকে এযে ঘ্রাণ আসে,
ব্যাচেলরের জিহ্বা ভিজে যায় রসে।
সীমিত আকারে যদি দিত দাওয়াত,
উদর ভরে খেত, মাছ, মাংস, ভাত।
বুয়াদের রান্না খেয়ে পেটে পড়ে চর,
আজ বুয়া নেই তাই, ডিম জবে কর।
এক রুমে গাদাগাদি বাথরুমে গান
মাটির সুর গলেতে করে তারা স্নান।
লুডু, তাস, ক্যারাম ও, হরদম চলে
ভাঙ্গা মন চাঙ্গা করে দু:খ যায় ভুলে।
কেটে যায় মহাকাল মেঘে মেঘে বেলা,
থেকে যায় ব্যাচেলর শুধুই একেলা।