ফাতিমা আজিজা
জীবনটা ধূসর গোধূলির মতো
আবছায়া আলোয় আলোকিত হতে চাই,
কখন যে জীবনের সাঁঝবাতির আগমন ঘটবে কেউই জানেনা।
সবার মায়া ত্যাগ করে
একদিন এর রেশ টেনে যাবে হয়তো,
ক্ষণিকের অতিথির মতো এসেছিলাম আবার ফিরে যেতে হবে।
মুহূর্তেই নিঃশ্বাস বন্ধ হয়ে
চলে যাবো অজানার গন্তব্যে,
হয়তোবা শত বর্ষীয়ান অভিনেতা হয়ে থেকে যাবো মৃত্যুর মঞ্চে।
শুধু বলে যেতে চাই,
এ জীবন ক্ষণিকের নয়তো দ্বন্দ্বের,
নয়তো ভুলে ভরা গল্পের, তোমাদের ভালোবাসার সমীরণের।