মুহাম্মদ আবু তালহা
.
ফেলে আসা পথের জন্য মায়া হয়,
পথের দু’ধারের গাছ, গাছের ছায়া,
পথে পড়ে থাকা শুকনো পাতার জন্য মায়া হয়।
ফেলে আসা সময়ের জন্য মায়া হয়
ভেঙ্গে যাওয়া ঘড়ির কাটা, পুরানো ক্যালেন্ডার,
অস্ত যাওয়া সূর্যের জন্য মায়া হয়।
ফেলে আসা মানুষের জন্য মায়া হয়
যারা পথ চলতে চলতে থেমে গেছে, কিংবা চলে গেছে ভিন্ন পথে,
ঠিকানা হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য মায়া হয়।
বড্ড মায়া হয়।
অনেক সুন্দর হয়েছে।আর মুক্তবুলিকে ধন্যবাদ।তার কবিতাটা প্রকাশ করার জন্য।