বৃষ্টির বিড়ম্বনা 

আরিফুল ইসলাম সাকিব
.
আষাঢ়, শ্রাবণ যখন- তখন
আকাশ মেঘে ঢাকে
কিনেছি তাই নতুন ছাতা
সেটাই সঙ্গে থাকে।
.
চলতি পথে যখন আমি
ছাতা হাতে রাখি
লজ্জা পেয়ে বৃষ্টি লুকায়
আমায় দিয়ে ফাঁকি।
.
বৃষ্টি ছাড়া ছাতাটাকে
বোঝার মতো লাগে
ইচ্ছে জাগে ফেলে দিতে
ভীষণ রকম রাগে।
.
আজব ব্যাপার! ছাতা যখন
বাসায় ফেলে আসি,
ঝরঝরিয়ে ঝরে তখন
বৃষ্টি সর্বনাশি।
.
আরিফুল ইসলাম সাকিব
ডাকঃ নাজিরহাট, থানাঃ ফটিকছড়ি
জেলাঃ চট্টগ্রাম, মোবাইল: 01840265929

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. সুন্দর ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *