এম ইলিয়াস তুহিন
.
মাঝেমধ্যে ফুলেরা খোঁজে ভ্রমরের একটা ত্রুটি,
ভ্রমর নাকি হাজার ফুলে করে বেড়ায় জুটি।
ফুল বাগিচায় ছড়িয়ে আছে মধুয় পূর্ণ ফুল।
মধু ভরা ফুলের অভাব, এই কথাটা ভুল।
ফুল যদি ঝরে পড়ে, সকলেইতো জানে,
কালো ভ্রমর ছুটে চলে অন্য ফুলের পানে।
একটি ফুলেই পূর্ণ তৃপ্তি ভ্রমর যদি পায়,
অন্য ফুলে উড়ে যাবার থাকেনা অভিপ্রায়।
এক ফুলেই সকল মধু ভ্রমর যদি পেতো,
তবে কি আর উড়ে উড়ে অন্য ফুলে যেতো?
ফুলের যত সৌন্দর্য, সব ভ্রমরের জন্য;
ভ্রমর যদি এসে বসে তবেই না সে ধন্য।
ফুল একদিন বাসি হয়ে পড়বে ঠিকই খসে,
ফুলের যৌবন পুরোই বৃথা, ভ্রমর যদি না বসে।
ভ্রমর যদি ফুলে বসে, পরাগায়ন হবে;
সতেজ ফল পাওয়া যাবে ফুল থেকে তবে।
ফুলের এতো দাম কিসের? মন মাঝেমধ্যে ভাবে,
ভ্রমর আসুক-না আসুক, সে ঠিকই ঝরে যাবে।
ফুলের যত লাবণ্য আর যত রংয়ের বাহার,
যে ভ্রমর মধু পাবে, সবই কিন্তু তাহার।
ভ্রমরের জীবন যেন কাটে শুধুই একটা ফুলে,
প্রভুর কাছে চাইতে হবে হাত দু’খানা তুলে।
প্রভুর হাতেই সকল কিছু, তিনি যদি চান,
একটা ফুলকেই কালো ভ্রমর শুনিয়ে যাবে গান।
তবে যে ভ্রমর মধু পিয়েও খোঁজে নতুন ফুল,
রঙিন ফুলের মাঝে তাকে বসতে দেওয়াই ভুল।
ভ্রমর, নিজেকে ভেবোনাকো অনেক দামী তুমি।
ফুল বিনে তোমার জীবন শূন্য মরুভূমি।
.
মোঃ ইলিয়াস হোসেন তুহিন,
সহকারী শিক্ষক,
শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চাটখিল, নোয়াখালী।
মোবাইলঃ ০১৮৩৪০৩২১৯৪
ইমেইলঃ [email protected].
ফেসবুক আইডিঃ www.facebook.com/miliastuhin
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
