মোহাম্মদ নোমান
।।
জন্ম কেনো দিলি তাদের
রাস্তা ঘাটে বড়ো
গ্রীষ্ম, বর্ষায় ফাঁকা রাস্তায়,
শীতে জড়োসড়ো ।
.
পরিচয়হীনা কিশোর-কিশোরী
টোকাই নামে চিনে,
রাত কেটে যায় মশা মারতেই
ঘুমে থাকে দিনে।
.
জন্মই তাঁদের মহা অভিশাপ
পরিচয় দেয়না ঘৃণে;
এমন একটা জীবন তাঁদের,
বেচা যায় না ঋণে।
.
দিন, সপ্তাহ খবর থাকে না,
কবে খেয়েছে ভাত!
ক্ষুধার্ত হয়ে ছটফট করে,
কাটিয়ে দিন রাত।
.
ফুটপাতের উষ্ঠা লাথিতেই,
পাতে দুই হাত;
নাক ছিটকিয়ে, না তাকিয়েই,
পথিক রক্ষায় তার জাত!
.
সকল বঞ্চনার শিকার হয়ে,
ছিনতাই করতে নামে!
হতাশ হয়েই করছে এ কাজ,
সিরিয়াল ক্লিয়ার সুনামে!
.
টোকাইও আমাদের মতো,
রক্তে মাংসে মানুষ;
আমাদের অবহেলাতে এরা,
রুপান্তরিত অমানুষ।।