মোশাররফ হোসেন মুন্না
আমাদের খোকাবাবু হাটে টিপটিপ
পায়ে তার লাল জুতো বাঁজে পিপপিপ।
কথা বলে ছোট ছোট হাসে মিটমিট
আনন্দে কচি ঠোঁট করে ঝিকমিক।
ভিডিও গেমস খেলে কেটে যায় বেলা
খোকাবাবু পড়ে কম বেশি করে খেলা।
বিড়ালের লেজ ধরে ধরে দাদার দাড়ি
গল্প না শুনালে দাদির সাথে আড়ি।
চুকচুক করে খোকা খায় ম্যাংগো জুস
ফ্রুটফিল পেলে তার থাকেনা আরা হুশ।
ডড়িমন চকোবিন চিপস্ আরো ক্যান্ডি
আইসক্রিম লাচ্ছি খেয়ে বাড়ায় ঠান্ডি।
জন্মদিন এলে তার চাই কেক বড়
লালজামা,লালগাড়ি, খেলনা আরো।
মামা দিবে দোলনা মামি বেবিডল
শুভদিনে সাজে বাবু সুপার আইডল।
মায়াভরা মুখ তার করে চিকচিক
সুয়োগ পেলেই খোকা ছোটে দিকদিক।
সময়মত খোকাবাবু দেয় লম্বা ঘুম
তুলতুলে গালে তখন এঁকে দেই চুম।
৭/ ০১/ ১৮
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
