মোশাররফ হোসেন
জীবন মানে নাকি জি বাংলা
সুখের পরিবারে বাধায় ঝামেলা
স্টার জলসা বলে চলো পাল্টাই
স্লোগানে ছিড়ে গেলে সুখের নাটাই।
সা রে গা মা পা আর ড্যান্স বাংলা ড্যান্স
দেখে শুনে ছেলে মেয়ে সাজে মর্ডান ম্যান্স,
জুনিয়র আইডলে ছোট কচিমন
নাচ গানে হেসে খেলে বৃথা যায় ক্ষণ।
স্টার প্লাস, সনি সিক্স দেখায় দিন রাতি
খাওয়া দাওয়া গোসলের নাই বিরতি,
অসুস্থ্য বাবা মা বিছানাতে কাতরায়
সিরিয়াল প্রেমী মনের সুখে চ্যানেল পাল্টায়।
শাশুড়ি বধুর সময় যায় আহা কি যে করি!
ছেলে দেখে ডরিমন মেয়ে টমজেরি,
বাবা বলে দেখবে খবর করলো মহাপাপ
রেগে মেগে ফুলে বধু বিষধর সাপ।
লোডশেডিং হলে যেনো কেয়ামত সৃষ্টি
বিদ্যুৎ এসে ঝরায় সুখের বৃষ্টি,
মিছে জলে চোখ ভিজে সিরিয়াল দেখে
ফুলের মতো সন্তানেরা অশ্লীলতা শেখে।
বধু বলে থাকবে না শুধু পেলে জরিন শাড়ি
গয়না যদি না পায় তবে সোজা বাপের বাড়ি,
পাখি ড্রেস না পেয়ে, গলায় দিলো ফাঁস!
হিসেব আছে কত ঘরে হলো সর্বনাশ??
এভাবে যদি চলতে থাকে মুসলমানের সমাজ
কি লাভ হবে বেচে থেকে পড়ে কলমা নমাজ?
সুন্দর একটি সমাজ গড়তে এসব করি বর্জন
সুস্থ্ সংস্কৃতির ছোঁয়ায় সুন্দরকে করি অর্জন।
২৫/০১/১৭