ষড়ঋতু

মোশাররফ হোসেন

গ্রীষ্ম আসে গরম নিয়ে
ঘাম ঝরে হই ক্ষিপ্ত
ঝিল শুকিয়ে বিল পুড়িয়ে
ক্লান্ত হয়না দীপ্ত।

বর্ষা আসে বৃষ্টি নিয়ে
ঝরে সকাল রাত দুপুর
মধুর সুরে বাজনা বাজায়
টীনের চালে বৃষ্টি নুপুর।

শরৎ পাখি ঋতুরাণী
কি যে শান্ত স্নিগ্ধ
সূর্য মেঘের লুকোচুরিতে
হৃদয়টা হয় মুগ্ধ।

হেমন্তে ফলে সোনা ফসল
মাঠে সোনা রং
নবান্ন আনে এই ঋতুতেই
পিঠাপুলির ঢং।

শীত সকালে শিশির ঝরে
শরীর কাঁপে কনকনে
খেজুর রসের মিষ্টি ঘ্রাণ
ছড়িয়ে থাকে সবখানে।

বসন্তকাল ঋতুর রাজা
কোকিল ডাকে বেশ
ষড়ঋতুর দেশটা মোদের
রুপের নেইকো শেষ।

মোশাররফ হোসেন : ছড়াকার, গল্পকার, গীতিকার

আরো পড়ুন

আত্মতৃপ্তি না থাকলে জীবনে হতাশা বাড়ে

মোঃ রিসালাত মীরবহর।। চারদিকে কেবল অশান্তি। মনের কোথাও যেন কোন তৃপ্তি নেই। মনে হয় সুখের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *