সুনিল বরণ হালদার ।।
হায়রে বাঙালি, তুমি পেয়েছিলে
এক সোনালী অতীতের উত্তরাধিকার
সেটাই একমাত্র গর্ব তোমার,
যদিও বর্তমানকে তুমি হারিয়ে ফেলেছো,
সব ভুলে গিয়ে তুমি আজ নিঃশ্ব হয়েছো।
অতীত ঐতিহ্য তোমাকে
বড় কথা বলতে শিখিয়েছে
কিন্তু বড় কাজ করতে অনুপ্রাণিত করেনি,
অতীত তোমাকে অহঙ্কারী করেছে
তোমাকে পরিশ্রমী হতে শেখায়নি।
পূর্ব পুরুষের সততা তোমাকে
দূর্নীতি পরায়ন করেছে,
অতীতের বীরত্ব গাথা তোমাকে
কাপুরুষ বানিয়েছে।
অতীতের মানবতা তোমাকে অমানুষ করেছে,
অতীতের সম্প্রীতি সাম্য ভুলে গিয়ে
তোমরা নিজেরা হানাহানি করছো,
সকল উদারতা নৈতিকতা বিসর্জন দিয়ে
সংকীর্ন স্বার্থের জন্য অনেক নীচে নেমেছো।
তুমি ভাগ্যহীন তাই
অতীত ঐতিহ্য তোমাকে পিছনে টানছে,
তোমার সন্তানেরা আজ বিপথে হাটছে।
তাই অতীতের গর্ব করে তুমি
পূর্ব পুরুষের মুখে কলঙ্ক লেপন করোনা,
ভবিষ্যত প্রজন্মকে মিথ্যা অহঙ্কারে
ডুবতে দিও না।
——-o——
সুনিল বরণ হালদার
খান মঞ্জিল, ৩৪ মল্লিক রোড, বরিশাল
ফোনঃ 01718094862
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
