মাহে রমজান
জিল্লুর রহমান জিল্লু
নেয়ামতের বার্তা নিয়ে
আসে মাহে রমজান
সত্তুর গুন ছওয়াব পাবে
করবে যত দান।
রমজান তোমায় ডাক দিয়ে যায়
ছাড় পাপের কাজ
ইবাদাতে মশগুল থাক
সকাল, দুপুর, সাজ।
সেহেরি খাও রোজা রাখ
করো আত্ম শুদ্ধি
তাড়াতাড়ি ইফতার কর
সূর্য্য যখন ডুব্বি
তিন পর্বে আসে রমজান
থাকে এক মাস
কবরবাসি আজাবমুক্ত
করে তখন বাস।
রহমতের ভাল্ডার খুলবে
পাবে মাগফিরাত
আল্লাহ নিকট চাইলে ক্ষমা
পাওয়া যাবে নাজাত।
রমজান মাসে কোরআন নাজিল
কদর যে দিন হয়
শেষ দশকে আছে কদর
কোরআন, হাদিস কয়।
কম খাবে, কম ঘুমাবে
বলবে কথা কম
ইবাদাতে দিলে মন
শুদ্ধ হবে দম।