সাইফ আবদুল্লাহ ।।
আমি ঘরছাড়া গাঙচিলের দলে মিশে যাবার জন্য
অপেক্ষায় থাকি দূরাকাশের পানে তাকিয়ে
চাদরাবৃত্ত করে শান্ত শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে।
আমি রোদেলা সকালের কোমল পরশে
নীল জলের বুকে খুঁজি বেঁচে থাকার খড়-কুটো
সহস্র সর্পিল খোলসে লুকিয়ে থাকা,
হিংস্র মনের মাঝে।
আমি তেজদীপ্ত সূর্যের আলোয়, খোলস কুড়াই
গায়ে পড়ার, আধো ডোবা বালিতটে।
আমি মরুভূমিতে তৃষ্ণা মেটাতে
জীবনসূধার সন্ধানে ছুটে চলি পড়ন্ত বিকেলে;
সমুদ্রের উচ্চাভিলাষী ঢেউয়ের শব্দে বিষন্ন করে তোলে সম্মোহিত জীবাত্মা কে-
আমি তখন মৌন চিত্তে প্রেয়সীর ডাক শুনি,
নতুনভাবে বেঁচে থাকার অন্তহীন প্রেরণায়।
লালিমায় মোহাচ্ছন্ন হয়ে সূর্য ডোবার কালে
দুলে পড়ি আমিও, প্রেয়সীর প্রণয়মাখা কোলে।