সাইফ আবদুল্লাহ ।।
প্রায়শঃই,
ভ্রমণের গান শুনি
নগ্ন পায়ে উদাসীন মননে
হেঁটে চলি অতি ধীর-
সস্ত্রীক কিংবা একাকী,
যেভাবেই চলি না কেন- তুমি, তোমরা আর
এই সভ্যতা; যেভাবেই দেখো না কেন,
এই ধীর, নগ্ন-উদাসীনতার নামই জীবন।
নির্বিকার আমি আমাকেই দেখি
নিঃস্ব, পরাধীন এই জনসমুদ্রে-
স্বাধীনতার একক অক্ষরগুলোকে
পিটিয়েছি বহুবার
একত্রিত বা অর্থবহ হয়নি কবু
সময়-প্রস্তুতির পারদে-
কালো মেঘ হয়ে ঝরেছি অবিরাম অবিরত,
বিকশিত হওয়ার যে চাওয়া তা হীরক অন্ধকার
চোখের পাপড়িতেই জ্বলে উজ্জ্বল আলো
বিরোধী ভবিষ্যৎ যা আজ ভেসে যাচ্ছে
রহস্যের মনদুপুরে।
One comment on “রহস্যময়”
গ্রেইট❤️