মুক্তবুলি ডেস্ক ||
নিশিকান্ত রায় চৌধুরী ( জন্ম- ২৪ শে মার্চ ১৯০৯ – মৃত্যু ২০ শে মে ১৯৭৩) এক বাঙালি কবি ।
জন্ম ও শিক্ষা জীবন
কবির ছোটবেলা অতিবাহিত হয় শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে । ১৯৩৪ সালে চলে আসেন পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে এবং সেখানে বাস করতে থাকেন।
সাহিত্য জীবন
অকৃতদার ছিলেন নিশিকান্ত । আশ্রমে অধ্যাত্মসাধনার সাথে কাব্যসাধনা করতেন। ১৯৩৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অলকানন্দা’ প্রকাশিত হয়
উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থগুলি হল –
পঁচিশ প্রদীপ
ভোরের পাখি
দিনের সূর্য
বৈজয়ন্তী
বন্দে মাতরম
নবদীপন
দিগন্ত
মৃত্যু
কবি ১৯৭৩ খ্রিষ্টাব্দের ২০ শে মে প্রয়াত হন।