দেবনাথ মন্ডল ।।
.
জীবন কি অদ্ভুত তুমি!
যে মন থেকে চায় তাকে ফিরিয়ে দাও
আর যে চায় না তার জন্য মালা গাঁথো।
যে আঁকড়ে ধরে বাঁচতে চায়
তাকে করো করুণা,
আর যে স্বর্ণলতা হয়ে চাপতে চায়
তার জন্য জীবন কর প্রণিপাত।
জীবন কি অদ্ভুত তুমি!
.
অসীমের নিত্য পাওয়ায় যে রয়েছে নিরুত্তাপ
তার জন্য হৃদয় করেছো উজাড়,
বিত্তবাসনায় যাপিত কামনা রইলো যাতনায়
সে তো কখনো ছড়ায় না উত্তাপ।
না পাওয়ার বেদনায় ভেসেছে যে জন
সেই তো খুঁজেছে উত্তর।
জীবন কি অদ্ভুত তুমি!
.
জীবন কি অদ্ভুত তুমি!
জীবনের কাছে করেছো সস্তা,
না চাইতেই যা পাওয়া যায়।
তবে কেন সংসারের নিত্য পাওয়ায় কৃপণতার
এতো আয়োজন?
সত্যিই, জীবন কি অদ্ভুত তুমি!
.
মনেরও হয় কেনাবেচা যেখানে তার নেই প্রয়োজন।
পাতা ঝরার নিঃশব্দ ক্রন্দন তাই
মনে রাখে না কচি পাতা,
সে শুধু জাগায় প্রাণ, নতুনকে করি আহ্বান।
জীবন কি অদ্ভুত তুমি!
জীবন, কি অদ্ভুত তুমি!
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

কৃতজ্ঞতা জানবেন। আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আপনাদের সকলের চলার পথ মঙ্গলময় হোক।
কালজয়ী কবিতা