মোহাম্মদ নূরুল্লাহ্:
গভীর রজনী ।
বিরলে ভাবি আমি,
কাল যদি চলে আসে,
মালাকুল মউত !
কী হবে উপায় আমার!
কী হবে উপায়!
নাই তো কিছুই নাই।
কী নিয়ে সামনে দাঁড়াই।
পার হবো আমি কী করে!
“আমার লেখার অছিলায়
পার করো আমায়!”
নেক কাজ মনে করে
লিখেছিলাম মন ভরে।
ছদকায়ে জারিয়া ধরে,
মীযানে ওঠাও।
কী হবে উপায় আমার!
কী হবে উপায়!
তুমি গুণের আধার,
রহমতের ভান্ডার।
তোমারি রহম দিয়ে
পার করো আমায়।
তোমার নবীর উম্মত করে,
নিও আমায় গণ্য করে।
পাপ দরিয়ার মাঝে আমি
হাবুডুবু খাই।
তুমি ছাড়া রক্ষা করার
আমার কেহ নাই।
তূমিই বলো কে আছে আমার,
উদ্ধার করিবার ?
ত্রিভুবনে পাবে না খুঁজে,
তোমার মতো আর।
তুমি অসীম, তুমি মহান,
কাদের ও গাফ্ফার।
তোমার তুল্য জগৎ মাঝে
নেইতো কেহ আর।
পার করো মাবুদ মাওলা
পার করো আমায়!
মোহাম্মদ নূরুল্লাহ্
ছায়ানীড়