নজরুল ইসলাম:
হিজল শিমুল শাপলা ফুল,
টগর পলাশ আর বকুল।
হাসনাহেনা জুই চামেলী,
কৃষ্ণচুড়া জবা বেলী।
গন্ধরাজ আর গোলাপ ফুল,
সৃষ্টিতে তাঁর নেই কো তুল।
সর্ষে ফুলের মধু চাকে,
ভ্রমর আসে ঝাকে ঝাকে।
বাগিচারা কথা কয়,
মোদের ক্বদর জগৎ ময়।
লাখো ফুলের সমাহার,
দেখতে লাগে মনোহর।
রবের নিখুত সৃজন দেখে,
শোকর করি লাখে লাখে।
নজরুল ইসলাম:
মসজিদ বাড়ি রোড ঝালকাঠি।