কাবা

মোঃ মোস্তাফিজুর রহমান:

মরুর বুকে জাগ্রত আছে
আল্লাহ’র ঘর কাবা,
ভেঙে-চুরে কিবলা বদলে
আবরাহা দিলো থাবা।

অনুসারী সব প্রার্থনা করে
মহান আল্লাহ’র তরে,
হস্তিবাহিনীর বিনাশ করো
কাবার প্রান্তরে।

ঝাঁকে-ঝাঁকে আবাবিল আসে
ঠোঁটে প্রস্তরখণ্ড,
আবরাহার বাহিনী একমুহূর্তে
হলো যে লণ্ডভণ্ড!

টিকে রইল মুসলিম কিবলা
সগৌরবেই ঠিক,
চক্রান্তকারীরা পরিশেষে
পালালো দিগবিদিক।

কাবা ঘর সংস্কারকালে
গোত্রে-গোত্রে বিবাদ,
বিষয়বস্তু সবার’ই জানা
হাজরে আসওয়াদ!

হঠাৎ উপস্থিত আল-আমীন
সবার মুখে হাসি,
মিটাবে দ্বন্দ্ব কাবা ঘরের
দেখবে আরববাসী।

চাদরে তুলে হাজরে আসওয়াদ
ধরলো গোত্র প্রধান,
পেয়ারা নবী করিলেন স্থাপন
পেলেন বিরল সম্মান।

মুসলিম উম্মার সিজদা কাবা
সালাত কায়েম ক্ষণে,
হজব্রতে হাজরে আসওয়াদ
চুমে বিশ্বাসী মনে।

কায়মনোবাক্যে প্রার্থনা করি
জীবনের আয়ুষ্কালে,
সিজদার সুযোগ দিও কাবায়
আমি অধমের ভালে।
মোঃ মোস্তাফিজুর রহমান
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
সদর, নেত্রকোণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *