মুহাঃ রাকিবুল ইসলাম :
খোকা তুমি যেওনা আর
তেঁতুল গাছের তলে
তেঁতুল গাছে ভূত যে থাকে
অনেকে তাই বলে।
সন্ধ্যা হলে ভূতের রাজা
তবলা বাজায় বসে
রেগে গেলে সে কখনো
চড় মাড়ে ঠিক কসে।
হাম্বা হাম্বা দাঁত গুলি তার
খাম্মার মতো সোজা
এক গাঁদা চুল মাথার পরে
পাহাড়-সম বোঝা।
কান’দুটো তার কুলার মতো
নাকটা যে তার ভূতা
আস্তা মানুষ খায় গিলে খায়
রয়না বাকি জুতা।
এক চুমুকে নদীর পানি
খেতে ও সে পারে
ধরলে পরে এক হাছাড়ে
জ্যন্ত মানুষ মারে।
মুহাঃ রাকিবুল ইসলাম :
কচুয়া, বাগেরহাট