মোঃ আরিফুল ইসলাম আকাশ:
ডাকিয়া মোরে প্রশ্ন ছুরে “বলো হে গুণী”,
বলতো কোথায় বসুধার রাণী?
প্রশ্ন লয়ে গুণীর মনে নেই তো কোনো বিড়ম্বনা,
বসুধার রাণী বরিশাল, নয় আর দ্বিভাবনা।
হো হো হো এই উত্তর নয় তো খাসা,
বরিশালে বাস করে কৃষক চাষা।
গুণী এভার মুচকি হেসে প্রশ্ন ছুরে ঠাসা,
মশাই, আপনার সামনে দাড়িয়ে আছে এক জৈনক চাষা?
না মানে ইয়ে দাদা আপনি বাদে সবে,
মুচকি হেসে বললে গুণী আমি কেনো রবে।
মিঠাই মিঠাই হাসে গুণী বলে ” শোনো গো মশাই “,
দ্বিতীয় জন্ম হয় যদি–
ঘাসফড়িং হয়ে জন্মাবো দিন যায় সে আশাই।
কি’যে প্রেমে অন্ধ আমি জানে এ অন্তর্যামী,
ঘাস ফড়িং হয়ে প্রকৃতির কোলে বসবো আমি।
বরিশালকে করলে হেলা, বললে—
কৃষক চাষার বাস,
এই অজপাড়াগাঁয় জন্মে ছিলো—
জীবনানন্দ দাশ।
শোনো ওগো কার্পোটের কৃত্রিম মানুষ,
এই নগরের প্রতিজন আস্ত ফানুস।
সুট বুট কোড টুকে,
আত্মশান্তি নেই তো বুকে।
দিনমার কেটে যার অশান্ত মনে,
ফালগুনের জ্যোৎস্নাও কাটে ডিপ্রেশনে।
মোঃ আরিফুল ইসলাম আকাশ
বিবিএ হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট, ঝালকাঠি সরকারি অনার্স কলেজ, ঝালকাঠি।