সন্ধ্যা নদীর তীরে 

সুজন হাওলাদার জাকির ।।

বিকেল বেলা গিয়েছিলাম
সন্ধ্যা নদীর  তীরে
সূর্য মামার রক্তিম আভা
রাখলো আমায় ঘিরে।
.
কিচিরমিচির ডাক শোনা যায়
ঐনা হোগল বনে
পাখ পাখালি গাইছে গান
আপন আপন সুরে।
.
ইটভাটার শ্রমিকেরা
করছে কত কাজ
সন্ধ্যা নদীর আছে ভাই
নানান রঙের সাজ।
.
টগর ফুল ফুটে আছে
আপন পাপড়ি খুলে
কাশবন ফুটে আছে
সাদা সাদা ফুলে।
.
ঝাঁকে ঝাঁকে উড়ে পাখি
সন্ধ্যা নদীর চরে
ডানা মেলে আসছে ছুটে
তাদের আপন নীড়ে।
.
.
সুজন হাওলাদার জাকির
প্রযত্নে- মোঃ সেলিম হাং (আলম মার্কেট)
গ্রাম – পূর্ব পরমানন্দ সাহা
পোঃ উপজেলা -উজিরপুর।
বরিশাল। ০১৭২৪০০২৫৮৬

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *