পলি ইসলাম
রমযানেরই রোযা এলে
অধিক নেকি করা যায়,
আল্লাহ তায়ালা নিজ হাতে দেন
রোযাদারকে তার বিনিময়।
রমযানেরই কেয়ামুল লাইল
সর্বোত্তম ইবাদাত,
যাহার মধ্যে নিহিত রয়
মহান রবের বিশেষ রহমত।
শাবান মাসের সিয়াম হলো
রমযানের আগাম প্রস্তুতি,
সিয়াম শেষে হৃদয়ে আসে
এক অনাবিল প্রশান্তি।
আল্লাহর ভয়ে রাখলে সিয়াম
কষ্ট-ক্লান্তি হয় দূর,
সকাল- সন্ধ্যা তাহার উপড়
ঝড়তে থাকে রবের নুর।
রমজানেতে আল্লাহ দিলেন
শ্রেষ্ঠ কিতাব আল- কোরআন,
তাসবিহ্ পড়ো, যিকির করো
করো আল্লাহর গুণগান।
সালাত, সিয়াম পালন করবো
হতে চাইনা গুনাগার,
রোজ হাশরে কাছে ডেকে
দেবেন তারাহ উপহার।
২৯/০৪/২০১৮
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
