মুক্তবুলি প্রতিবেদক ।।
বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ এবং বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক ড. মো. আহছান উল্যাহ। প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন চাখার সরকারি ফজলুল হক কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: গোলাম রাব্বী ও বিএম কলেজ ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সংগীতা সরকার।
সঞ্চালকের দায়িত্বে ছিলেন মো: গোলাম কাদের তানু। উল্লিখিত অনুষ্ঠানে ইতোপূর্বে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় ৬২ জন বিজয়ীর মধ্যে পুরস্কার হিসেবে বই ও সনদ প্রদান করা হয়।