মুক্তবুলি প্রতিবেদক ।।
বরিশালে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা। মঙ্গলবার সকাল ১০ টায় এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। মেলায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। এছাড়া অনুষ্ঠানে বরিশাল বিভাগের শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।
শুরুতে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও অতিথিরা বইয়ের স্টল পরিদর্শন করেন।
দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ। আলোচক ছিলেন অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তী।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
