মোহাম্মদ নূরুল্লাহ্ ।।
পলাশী!
সেই যে স্বাধিকার কেড়ে নিলি-
আর ফিরিয়ে নাহি দিলি!
ক্লাইভ মরে গেছে সেই যে কবে-
ওর প্রেতাত্মারা আজও শোষে।
রাজা ছিলাম, প্রজা হলাম
হলাম মোসাহেব।
ফফর দালাল তৈরি করলি স্বীয় স্বার্থ সিদ্ধির আশে।
বড়বাবু করলি তৈরি, কাজীর জায়গায় জজ-
আর কতকাল পার হলে ফিরে পাব হারানো ইজ্জত।
পলাশী!
রক্তমাখা স্মৃতির মিনার হাঁকে বারবার
এ জমিন কি বারবার প্রতারিত হবে?
আসবে পুন: মীর জাফর?
শাসকেরা কর বসালো
দাড়ি , টুপির পরে।
নামের পূর্বে শ্রী লাগিয়ে বাঁচলাম কৌশলে।
পাকা মছজিদ, কাঁচা মছজিদ
আর নামের ওপরে।
করের বোঝা চাপিয়ে দিল
স্বৈরশাসকগুলো
পলাশী!
আমারে তুই কাঙালি করলি।
জুন মাসের তেইশ তারিখে
আমায় নি:স্ব করলি।
শির উঁচু করি দাঁড়াতে চাই।
আল্লাহু আকবার ধ্বনিতে
ফিরে পেতে চাই।
আমার হারানো স্বাধিকার।
ফিরে দাও প্রভু
আমাদের রাজ
চারদিকে ধ্বনিত হোক
কেবল আল্লাহু আকবার।