আল হাফিজ ।।
সাহিত্য-সংস্কৃতির পত্রিকা ‘প্রজন্ম’ প্রথম বর্ষ, প্রথম সংখ্যা সম্প্রতি প্রকাশিত হয়েছে পিরোজপুর থেকে। পত্রিকাটি সম্পাদনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। বর্ষা সংখ্যা হিসেবে প্রকাশিত এ সংখ্যার নজরকাড়া প্রচ্ছদ করেছেন শিল্পী আল নোমান। এ সংখ্যায় ‘ভারত ভাগের অজানা গল্প: জহরলাল নেহেরু ও মাউন্ট ব্যাটেনের স্ত্রী এডুইনার বন্ধুত্ব’ নিয়ে ইতিহাস বিষয়ক প্রবন্ধ লিখেছেন দেবনাথ মন্ডল। বর্ষা বিষয়ক প্রবন্ধ ‘বর্ষা’ নিয়ে লিখেছেন খায়রুন নাহার রুবী। ভ্রমণ বিষয়ক নিবন্ধ ‘সমুদ্র, জাহাজ এবং বরফ; স্মৃতিতে টাইটানিক’ নিয়ে মুক্তগদ্য লিখেছেন তন্ময় রায়। সাক্ষাৎকার পর্বে রয়েছে সিনিয়র জেলা জজ সাইফুল ইসলামের সংগে অনির্বাণ চক্রবর্তীর মুখোমুখি আলাপন ‘আমার জীবনে ডাক্তার হবার কোন সুযোগ বা আগ্রহ কখনও ছিল না’।
‘প্রজন্ম’ প্রথম বর্ষা সংখ্যায় গল্প লিখেছেন ওমর খালেদ রুমি (জয় বাংলা), সন্তোষ কুমার শীল (অম্লজান), মনি হায়দার (তিমিরেরও তিমির), হাবিবুল্লাহ রাসেল (যৌথ সম্পদ), কামরুল ইসলাম (বকুল ফুলের প্রেম), সনজয় কুমার রায় (স্নিগ্ধা বাবলগাম) এবং অনির্বাণ চক্রবর্তী (অবনিতা)। এ ছাড়া অনুগল্প লিখেছেন দেলোয়ার হোসেন আলম (অনিশ্চিত জীবন) এবং সমর কৃষ্ণ হালদার (প্রিয়তমা বর্ষা আর আমি)। আমাদের বিশ্বাস, সুনির্বাচিত এগল্পগুলো পাঠ করে আনন্দ পাবেন পাঠক সমাজ।
চলতি সংখ্যা ‘প্রজন্ম’ সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকায় বেশ কিছু ভালো মানের কবিতা ছাপা হয়েছে। কবিতাগুলো লিখেছেন কবি অসীম সাহা, অঞ্জনা সাহা, স্মরণিকা চৌধুরী, ডা. এস দাস, আহমেদ আল আমীন, প্রাণকৃষ্ণ বিশ্বাস, সুজন আরিফ, মানিক লাল পাল প্রমুখ। দীর্ঘ কবিতা লিখেছেন দেবাশীষ মৃধা। দীর্ঘ ছড়া লিখেছেন ব্রত রায়।
এছাড়াও আরো যারা কবিতা ও ছড়া লিখেছেন তাদের মধ্যে রয়েছে- আলী হোসেন, দিলীপ কুমার মিস্ত্রী, মাকসুদ খান সোহান, মাহমুদ মেঘ, এ কে এম মোস্তফা, জয়নাল আবেদীন খান, হালিমা তুজ সাদিয়া, প্রিয়াংকা সিকদার, শারমিন সুলতানা রীনা, সুজন দাশ, শফিকুল আলম সবুজ, শাহ আলম বিল্লার, ফরিদ আহমদ ফরাজী, শাহীন খান, সন্তোষ মজুমদার, ইলিয়াস মাহমুদ, বিকাশ চন্দ্র হালদার, শেখ নুরুল আমীন, বিথি মন্ডল, সুমন বিশ্বাস, ভীষ্মদেব মন্ডর, আরিফুল ইসলাম, নাহিদ সরদার, অমর কান্তি মজুমদার, আব্দুল্লাহ আল রাইয়ান, মেহেদি ইকবাল, শ্যামল বণিক অঞ্জন, হোসাইন আল নাহিদ, দিপ্তী মনি রায়, মো. মাসুম খান, চিন্ময় বিশ্বাস, দীপক বসু, বিজন বেপারী, ভীষ্মদেব বাড়ৈ, অপু দাস, আবুল হোসেন এবং কোকো প্রমুখ।
সাহিত্য সংস্কৃতির পত্রিকা ‘প্রজন্ম’র বর্ষা সংখ্যার দৃষ্টিনন্দন কভার ডিজাইন করেছেন শিল্পী আল নোমান। ১০০ টাকা দামের ৪৮ পৃষ্ঠার অফসেট কাগজে মুদ্রিত এ পত্রিকাটি প্রকাশ করেছে পিরোজপুর কবিতা পরিষদ, পিরোজপুর। শিল্প-সাহিত্য- সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাহিত্য পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব নি:সন্দেহে পীড়াদায়ক। আমরা আশা করবো এক্ষেত্রে বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীগণ এগিয়ে আসবেন। সুন্দর সুমুদ্রিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘প্রজন্ম’ প্রকাশের জন্য সম্পাদক অনির্বাণ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আল হাফিজ
সাতরং সিস্টেমস,
উত্তর আলেকান্দা, বরিশাল।
মোবাইল: ০১৯১৩৪৮৫৯৪৭