উপমহাদেশের নামজাদা সাংবাদিক, সাহিত্যিক, সাবেক মন্ত্রী এবং
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল মনসুর আহমদ
ব্রিটিশ আমলে মুসলিম সম্প্রদায়ের অবস্থান সম্পর্কে লিখেছেন,
‘বাংলার জমিদার হিন্দু, প্রজা মুসলমান;
বাংলার মহাজন হিন্দু, খাতক মুসলমান;
উকিল হিন্দু, মক্কেল মুসলমান;
ডাক্তার হিন্দু, রোগী মুসলমান;
হাকিম হিন্দু, আসামি মুসলমান,
খেলোয়ার হিন্দু, দর্শক মুসলমান,
জেলার হিন্দু, কয়েদি মুসলমান।
… বাংলার হিন্দুদের ঘরে ঘরে যত টাকা আছে সব টাকা মুসলমানের। মুসলমান চাষী-মজুরের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকায় হিন্দুরা সিন্দুক ভরেছে, দালান ইমারত গড়েছে; গাড়ি ঘোড়া দৌঁড়াচ্ছে।’
[আবুল মনসুর আহমেদ: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, খোশরোজ কিতাব মহল, ১৫ বাংলাবাজার, ঢাকা-১১০০, পুনর্মুদ্রণ সেপ্টেম্বর ২০১৩ , পৃ ১২৫-১২৬]