নয়ন আহমেদ ।।
পাখিরা মুখস্থ করেছে আকাশ।
ঢেউদোলা গুনগুন
সবুজ উত্তাপ
আর বাতাসের কানাকানি
আর ডানায় বেঁধেছে সহস্র উচ্ছ্বাস।
ধাতব বর্ণপাঠে মন নেই তার।
আকাশলিপিতে লিখছে যাপনের কলা; বিদ্যা বিদ্যা ভোর।
তার পাঠশালা দেখে মুগ্ধ হয়েছি।
আমি পাখিদের ডানাভরা পাঠে মন দেবো।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
