অধঃপতিত গরু-খোর হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ফাঁসিতে লটকানো হোক

 

১৯৪৭ সালে ভারত বিভক্তির পরেও মি. হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে গেলেন কলকাতায়, হয়তো এ ক্ষীণ আশা নিয়ে যে ভারতের গান্ধী-টুপি পরিহিত রাজনীতিকগণকে তিনি তাঁর সার্বভৌম বাংলার স্বপ্নটাকে উপলব্ধি করাতে সক্ষম হবেন। আর হয়তো তাঁরা সার্বভৌম বাংলার স্বপ্নকে বাস্তবায়নের কোশেশ চালিয়ে যাবেন; কিন্তু চরম আঘাত পেলেন তিনি সেদিন যেদিন কলকাতায় মি. গান্ধীর প্রার্থনা-সভায় যোগদান করলেন তিনি।

hosen shahid sohrawardi এর ছবির ফলাফল

হিন্দু জনতা তাঁর চারপাশ থেকে গুঞ্জন তুলে বলছিল, ‘‘মুসলমান শুয়র, ‘খুনী ও চোর’। এমন এক চিৎকার তুলেছিল তারা যা শুধুমাত্র ধর্মনিরপেক্ষ ভারতেই শোনা যেতে পারে: ‘এই অধ:পতিত গরুÑখোরকে ফাঁসিতে লটকানো হোক’। এই পরিস্থিতিতে প্রশংসনীয় শান্তভাবে আগাগোড়া বসে থাকলেন মি. সোহরাওয়ার্দী।’’ [The Last Days of the British Raj by Leonard Mosley, Weidenfeld & Nicolson, London 1961]

এভাবে সে-সন্ধ্যার কুয়াশায় বিলীন হয়ে গেল জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সার্বভৌম বাংলার স্বপ্ন!

সূত্র- ভুলে যাওয়া ইতিহাস-ব্যারিস্টার এস. এ. সিদ্দীকি, রফিক মঞ্জিল, স্টেশন রোড, চট্টগ্রাম, প্রথম সংস্করণ, জুলাই ১৯৭৫, পৃষ্ঠা ১৫২

আরো পড়ুন

নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া

মুক্তবুলি প্রতিবেদক।। বিশিষ্ট সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী ০১ জুন। ১৯৬৯ সালের এই দিনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *