মু. সাইফুল ইসলাম সাঈফী
তুমিতো বড্ড খুশি ঈদের চাঁদ দেখে
ঈদের নানা আয়োজন ভেবে
আমিও যে খুশি ঈদের চাঁদ দেখে
আর নানা কর্ম ভেবে।
তুমি ভাবছো খুশিতো হবে তুমি
আমিও কেন খুশি!
তাহলে তুমি মন দিয়ে শোন
সবই বলছি খুলি।
তুমিতো খুশি নতুন জামা নতুন খেলনা দেখে
আমি খুশি পুরাতনগুলো ফেলে দিবে জেনে
ভাবছো শিশুটি হাসছে কেন?
পাগল হয়ে গেলে!
না না না …..
হাসছি ভেবে সেগুলো নিবো
ডাস্টবিন থেকে তুলে
তুমিতো খুঁশি ফিরনি-পায়েশ,
রকমারি মজার খাবার খাবে,
আমিতো খুঁশি ভাগাড়ে তোমার ফেলানো
খাবার খাবো চেঁটে!
এভাবেই যদি ঈদ কেঁটে যায়
ঈদের পরে ঈদ,
তাহলে আমরা ভাঙবো কবে
বৈষম্যের ভীত?