খৈয়ামআজাদ
এখন চাঁদে দুধ ধোয়া রঙ, আকাশ নীল
রাত্রি মোহনীয় সুন্দর, নীরব অনুভবে
এখন ঝিঝির ডাক বড়ো মধুর
বাতাস খুব আপন স্বস্তির।
পিচঢালা পথ প্রশান্ত নদীর মতো
বহমান জীবনের শান্ত ধারা।
পোষা-প্রাণী কথা কয় কুটুম বাড়ির উৎসবে
সুরের মহুয়া ঝরে পাখির কূজনে
পাহাড় ঘুমায় সমস্ত সবুজের মায়ায়।
সাগর উছলিয়ে পরে যৌবনের জল।
এখন পৃথিবী যেন বিস্তীর্ণ চরাচর
বালুকাবেলায় শুনশান নিরবতা।
পাখি যায় উড়ে দূর দিগন্তে
নেই কোন ভূগোল।
তবে কেন দেয় মানুষের ভূগোলে কাঁটাতার
মিথ্যে দেশপ্রেম।
মানুষ কখনো হয়নি মানুষের শত্রু।
আবদ্ধ সময়ের চোখে এ কোন স্নিগ্ধ আলো
বাঁচার আকুতি যখন মানুষের শেষ ভরসা।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
