খৈয়াম আজাদ
এই যে তুমি তাকিয়ে চলে যাও
এমনতো হবার কথা ছিলোনা।
দেখো পৃথিবী আজ কতো সুন্দর
বাতাসে শিসার গন্ধ নেই।
মেঘ মুক্ত আকাশে তারার ঝিলিক
পাহাড়ে শান্তির বাতাস
সমুদ্রে খেলা করে ডলফিন।
উন্মাতাল এই মহুয়া সময়ে
কেন তুমি তাকিয়ে চলে যাও;
তোমার তীক্ষ্ণ চাহুনির শরাহত
হৃদয়ে ভয়াবহ যন্ত্রণা…
এই তীর তুমি কবে সরাবে
কবে মুছে দিবে ক্ষত।
আহত বুকে লুসফারের কান্না!
অথচ এমোন হবারই কথা ছিলোনা।
এদেশে সশস্ত্র যুদ্ধ হয়েছিলো,
নয় মাস, পুরো নয় মাস ব্লকড ছিলো দেশ
কতো মায়ের সন্তান যুদ্ধে গেলো,
কতো মায়ের সন্তান আর ফিরে এলোনা,
কতো বোন হারিয়েছিলো সম্ভ্রম।
তখোনও এমন অনেক ছিলো
পরম মমতায় আঁচলে মুছে দিতো জল।
ভালোবাসায় জড়িয়ে নিতো বুকে।
কাছে এনে জিজ্ঞেস করতো
কিছু খেয়েছিস,
উসকো চুলে হাত বুলিয়ে বলতো
যা গোসল করে আয়,
মুরগির ঝোলা আছে, খেয়ে যাবি।
কতো শত্রু ছিলো, বারুদ ছিলো
শত্রুর বিরুদ্ধে জয়ের তীব্র নেশা ছিলো।
কিন্তু এমোন ছিলোনা,
শত্রু কে-
তাকে চিনিনা!
কি তার পরিচয়,
তাকে জানিনা।
তবুও কাউকে ছুঁয়ে দেখিনা।
প্রিয় ভালোবাসা কাছে ডাকেনা।
প্রিয় বুকে ধ্বক ধ্বক করেনা।
প্রিয় হাত ধরে হাঁটা হয়না।
দূরে দূরে এই প্রেম আর সয়না।
তুমি কবে যাবে, তুমি কবে যাবে
ওগো করোনা, লক্ষীছাড়া করোনা।