মোঃ আবদুর রহিম বিশ্বটা আজ অশান্তিতে থমকে গেছে চরমে স্বস্তি কোথাও পাইনা খুঁজে অস্বস্তিরই গরমে। স্বস্তিপেতে যাওরে সবে মা, মাটির ঐ গেরামে শ্বেত বলাকার ডানা সেথায় দিচ্ছে উঁকি আরামে। . দিলখোলা ঐ গাঁয়ের লোকের মুখ ভরা যে শরমে, ধ্যান ধারণা সাদাসিধে, দিলটাও বেশ নরমে। . কেউবা করে ঝগড়া ফ্যাসাদ, কারো ক্ষতি কলমে, হৃদ কালিমা যায়না কভু মাখলে সেথা মলমে । …
সম্পূর্ণ পড়ুন