আমার মুজিব

আবদুল্লাহ আল-যুবায়ের

মুজিব তুমি, নও শুধু আমার
তুমি হলে শিশু-কিশোর
তারুণ্যের উচ্ছ্বাসিত অহংকার।

মুজিব তুমি, নও শুধু আমার
তুমি হলে কৃষক-শ্রমিক
আপামর সকল জনতার।

মুজিব তুমি, নও শুধু আমার
তুমি হলে লাখো শহীদের¬
স্বপ্ন পুরনের অবিনশ্বর অহংকার।

মুজিব তুমি, নও শুধু আমার
তুমি হলে কোটি মানুষের
সোনার বাংলা বি-নির্মানের অঙ্গিকার।

মুজিব তুমি, নও শুধু আমার
তুমিতো আপোষহীন নেতা
বাঙ্গালীর অধিকার রক্ষায় ক্লান্তহীন।

আমরা বাঙ্গালী গাহি
তোমার-ই সাম্যের গান,
যতদিন রবে পদ্মা, মেঘনা বহমান।

মুজিব তুমি, নও শুধু আমার
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
জাতির জনক, বাঙ্গালী জাতির মহান স্থপতি।
কোটি বাঙ্গালীর মুক্তির দিশারী,
ক্লান্তহীন এক সূর্য সৈনিক
বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান।

.
আবদুল্লাহ আল-যুবায়ের
শ্রেণি: অষ্টম, কাউরিয়া স্কুল এন্ড কলেজ, হিজলা – বরিশাল।