আলোর প্রদীপ জ্বালো

আমান উল্লাহ আমান

প্রদীপ তোমার জ্বলার কথা অন্ধকারে/ আজকে কেন মরছ ধুকে বন্ধ ঘরে ?

কার ইশারায় মানুষগুলো করলে যে খুন/ আমলনামায় পাপের বোঝা বাড়ল দ্বিগুণ।

যার চলে যায় সেই বুঝে হায় কত জালা/ ছেলে ঘরে ফিরছে না মার মন উতালা

শুকিয়ে যাবে এই ধরনীর নদী নালা/ দেখত যদি মায়ের চোখের অশ্রুপালা।

অভিশাপের পাহাড়গুলো পরছে ধসে/ ভাইহারা বোন অশ্রুসজল কান্নারোষে

বিধবাদের আর কত লাইন লম্বা হবে/ স্বামী ছাড়া শূন্য জীবন একলা ভবে।

সিনহা তোমার জন্য কোটি মানুষ কাঁদে/ আর যেন কেউ না পরে এই প্রদীপ ফাঁদে

স্বজনহারা অসংখ্য লোক যাচ্ছে কেঁদে/ জানেনা যে মরছে সে কোন অপরাধে ?

প্রশাসনের মধ্যে যত গুপ্ত আলো/ তোমাদেরই সময় এখন প্রদীপ জ্বালো

বুঝবে জাতি যেদিন তাদের মন্দ ভালো/ উদ্ভাসিত হবে সেদিন সূর্যের আলো।

গা ঢাকা সব প্রদীপ তোদের বলতে পারি/ পাপের পথে চলছ যারা গগন ছাড়ি

বাঁধ ভাঙ্গানো অগ্নিশিখা জ্বলবে ভবে/ সেদিন তোদের এই পৃথিবী ছাড়তে হবে।

আমান উল্লাহ আমান পরিচালক, বরিশাল মেট্রোপলিটন কলেজ

মোবাইল : 01736915050