সুয়েজ করিম . হয়ত বা এক দিন ঝড় থেমে যাবে, ধরা তার চির চেনা প্রাণ ফিরে পাবে। আবার ফুটবে ফুল বকুলের ডালে মরা নদী ভরে যাবে জোয়ারের জলে। ডাকবে কোকিল কুহু কদমের ডালে, দেখবো ময়ূর নাচ সুরে তালে তালে। মেঘে ঢাকা আকাশটা ফিরে পাবে আলো; দিগন্তে উঠবে রবি মুছে যাবে কালো। গগনে ভুবনে ধোঁয়া দহনে …
সম্পূর্ণ পড়ুন