এম, অলিউল্যাহ হাসনাইন ।। . বাদলধারা ঝড়ছে অবিরত থৈথৈ খাল-বিল আছে যত চারিদিকে যেন জলমেলা ঢেউয়েরা সব করছে খেলা। . ফুটেছে কাঁশফুল নদীর বাকে উড়ছে পাখি ঝাকে ঝাকে কানা বক ঐ ঝাপটি মেরে মাছ ধরে খাপটি মেরে। . রিমঝিম ঝড়ছে বৃষ্টি সবই যেন বিধাতার সৃষ্টি মাঝি মাল্লার দল সব ডেকেছে হিল্লোল রব। . নৌকা করে পার হচ্ছে ডোবা, খাল, বিল …
সম্পূর্ণ পড়ুন