কথামালা

লিটন আকন্দ
সঠিক জায়গায় বললে কথা, সেটা হয় কাজের কথা,
জায়গা ঠিক না হলে হয়, ছোট মুখে বড় কথা।
মিঠা কথা তিতা হয়, স্বার্থে লাগলে আঘাত
আদবের কথা বেয়াদবি হয়, থাকলে প্রতিবাদ।
সোজা কথা বাঁকা হয়, ভালোবাসা না থাকলে,
পুরান কথা নতুন হয়, পাওনাদার দেখলে।
হালকা কথা ভারী হয়, মনে দিলে ব্যাথা,
রুক্ষ কথা বাহবা পায়, বক্তা হলে নেতা।
সহজ কথা কঠিন লাগে, কথায় থাকলে প্যাঁচ,
ভাবনার কথাও সত্যি হয়, জিতে গেলে ম্যাচ।
সস্তা কথা দামি হয়, বললে মানী লোক,
ঠান্ডা কথা গরম লাগে, মাথায় থাকলে রোগ।
কাঁচা কথা পাকা হয়, সব কথা শুনে,
রাগের কথা পানি হয়, নারীর ‘কথা’র গুণে।
জনের কথা মনের কথা, হলো অনেক কথা,
দুঃখের কথা বলব কি আর, মাথা করে ব্যাথা।
গানের কথা প্রাণের কথা, কথায় কথা আসে,
কথায় হাসি কথায় কান্না, কথায় ভালোবাসে।
কান কথায় বিশ্বাস নেই, বেশি কথায়ও নয়,
বিস্তর কথা বলতে গেলে, মিথ্যার মিশ্রণ হয়।
কম কথা কম বিপদ, জ্ঞানীলোকে কয়,
তাইতো যাঁরা বুদ্ধিমান, শান্তই বেশি রয়।