Tag Archives: বাংলা আমার

বাংলা আমার

সুনিল বরন হালদার বাংলা আমার মুখের বুলি স্বপ্ন দেখার ভাষা বাংলা ছড়ায় অন্তর জুড়ে দেশের জন্য ভালোবাসা। বাংলা আমার মায়ের স্নেহ চিন্তা করার ভাষা বাংলাতে ভাই খুঁজে পাই আত্মপ্রকাশের আশা। বাংলা গান জ্বালিয়ে দেয় অন্তরের দীপ শিখা বাংলা ছাড়া হয়না ভাই ভালোবাসার ছবি আঁকা। যারা মাতৃভাষার রাখতে মান দিয়েছে নিজের প্রাণ তাদের জন্য বাংলা পেয়েছে বিশ্ব ভাষার সম্মান।

সম্পূর্ণ পড়ুন