রবীন্দ্রনাথ মন্ডল . বাদল রাতে তোমার সাথে বলবো কথা অল্প, কারণ আমি লিখবো বসে ভালোবাসার গল্প। . কোরোনা রাগ-একটু হাসো পড়বে গালে টোল, মুগ্ধ হয়ে জুড়াবো চোখ লাগবে মনে দোল। . গল্প লেখা উচিৎ একা তুমিও সে তো জানো, তবুও কেন ভালোবাসায় আমায় কাছে টানো! . আমি তো আর যাইনা দূরে তোমার পাশে আছি, থাকবো সারা জীবন ধরে এমনি কাছাকাছি। …
সম্পূর্ণ পড়ুন